ভালুকায় বেসরকারী হাসপাতালে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ ৫:০৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় পাঁচটি বেসরকারী হাসপাতালে মোট ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সালামা খাতুর ও সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন ওই জরিমানা করেন।
অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নানা অনিয়মের কারণে ভালুকা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, ফাহিম হাসপাতালকে ৫০হাজার, মাস্টার হাসপাতালকে ৪০ হাজার টাকা ও ভালুকা ডিজিটাল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


