|

‘ময়মনসিংহের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলোসহ সকল পর্যটন খাতকে ব্র্যান্ডিং করবো’ -জাবেদ আহমেদ

প্রকাশিতঃ ১১:৩২ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: রনি ট্যুরিজম আয়োজিত ‘ময়মনসিংহ অঞ্চলের পর্যটন ভাবনা’ শীর্ষক জাগ্রত মময়মনসিংহ এর এক্সক্লুসিভ লাইভ শোতে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ বলেছেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও হেরিটেজে সমৃদ্ধ প্রাচীন এই ঐতিহাসিক জনপথ ময়মনসিংহ হবে আগামী দিনে পর্যটনের হাব। মহান সৃষ্টিকর্তার অপরূপ দানের ফসল ন্যাচারাল ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে, তার পাশাপাশি হেরিটেজ ট্যুরিজম ও ডার্ক ট্যুরিজমের জন্যও ময়মনসিংহ হবে আগামী দিনে ট্যুরিজমের সবচাইতে উত্তম জায়গা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ অঞ্চলে পর্যটন খাতের প্রচার ও প্রসারে রনি ট্যুরিজমের এর ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও আশা প্রকাশ করেন মুজিববর্ষে বাংলাদেশ তথা ময়মনসিংহ অঞ্চলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদের হাত ধরে পর্যটন খাত অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয় পর্যটনসংশ্লিগণ।

Print Friendly, PDF & Email