ভালুকায় ছাত্রদলের আনন্দ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ
প্রকাশিতঃ ৫:০৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: দীর্ঘ ১৮ বছর পর ভালুকা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি ও সদস্য সচিব রিয়াদ পাঠানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল বের করে।
এ সময় পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেকাকর্মীরা তাতে বাঁধা সৃষ্টি করেন বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা অভিযোগ করেন।
উপজেলার ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি ও সদস্য সচিব রিয়াদ পাঠান, ভালুকা সরকারী কলেজ শাখার আহবায়ক এস এম আলীরাজ ও সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, পৌর শাখার আহবায়ক মিয়াদুল হক খান ও সদস্য সচিব শাকিল খান এবং সোনার বাংলা কলেজ শাখার আহবায়ক সোহেল রানা ও সদস্য সচিব মনির হোসেনের নেতৃত্বে আলাদা আলাদা আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি জানায়, ‘দীর্ঘ ১৮ বছর পর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি। উচ্চসিত ছাত্রদল কর্মীরা বৃহস্পতিবার আনন্দ মিছিলের প্রস্তুতি গ্রহণ করেন। পূর্ব ঘোষিত কর্মসূচী পন্ড করার জন্য গত রাত থেকে দুপুর পর্যন্ত ভালুকা পাইলট হাইস্কুল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে পুলিশ ঘেরাও করে রাখে। এ ছাড়া আমাদের আনন্দ মিছিলটি বাঁধাগ্রস্ত করার জন্য ছাত্রলীগ শহরে অবস্থান ও মিছিল করে।’


