ভালুকায় শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কমিটি গঠন
প্রকাশিতঃ ২:০৭ পূর্বাহ্ণ | মার্চ ২৩, ২০২১
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৫ ঘটিকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সকলের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক আবু হানিফা ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক মো. মোকাদ্দিসুর রহমান।
সিনিয়র সহ-সভাপতি সহকারী শিক্ষক রহমত আলী, সহ সভাপতি রেজা হাসান মনির, মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মাওলানা আব্দুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আই সিটি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আকরাম হোসেন তরফদার, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সুমন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন জাহান বিউটি। কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, প্রফেসর আফতাব উদ্দিন, মাহবুবুল হক বাবুল, লিয়াকত আলী, বীরেন রায়।


