|

ময়মনসিংহে বিভাগীয় বন্ধু’র মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন কনিক

প্রকাশিতঃ ৯:১৪ পূর্বাহ্ণ | এপ্রিল ০৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনযাপন ও নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য বিভাগীয় মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন চ্যানেল24 এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ (কনিক)। সোমবার (৫ এপ্রিল) সকালে অনলাইন কনফারেন্সের মাধ্যমে অ্যাওয়ার্ড ঘোষণা করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্বীকৃতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনার জন্য ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগ থেকে মোট ১৬জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ ২০২০ প্রদার করা হয়। সেখানে ময়মনসিংহ বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান চ্যানেল24 এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক। নানা বঞ্চনার শিকার তৃতীয় লিঙ্গের মানুষ শিরোনামে একটি প্রতিবেদন গত ২৮ ফেব্রুয়ারি চ্যানেল24 এ প্রকাশিত হয়। 

ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেয়া হচ্ছে। এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি ও সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ প্রদান করছে বন্ধু।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে মিডিয়ার অনেকেই যথেষ্ট ধারনা রাখেন না। এই ফেলোশিপ প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষিত দল তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে এই জনগোষ্ঠীর উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।” যে কোনো বিষয়ে পরিবর্তন রাতারাতি সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে আরো বেশি সম্পৃক্ত করা গেলে পরিস্থিতি পরিবর্তন আরো দ্রুততর হবে।

ইউএসএআইডি’র ডেমোক্রেসি এবং গভার্মেন্ট অফিসের টিম লিড স্লাভিচা রেডোসিভিচ, পুলিশের মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম, বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বন্ধু’র মিডিয়া ফেলোরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Print Friendly, PDF & Email