|

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিলেন এমপি ধনু

প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ওই টিকা নেন।

এসময় তিনি বলেন, ‘মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় মানুষকে সচেতন করতে হবে। টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করা সম্ভব।’

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহ্ফুজ আরা বেগম, ডা. মেহেদি হান্নান, ডা. অমিত কুমার রায়, ডা. মুশফিকউজ সালেহিন, সাবেক ছাত্র নেতা সৌমিক চক্রবর্তী নিপুন, সামি আল মামুন প্রমুখ। 

Print Friendly, PDF & Email