|

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকায় স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল

প্রকাশিতঃ ৭:০৮ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২১

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবুল বাশার, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিন, স্বেচ্ছাসেবকদল নেতা সাদিকুর রহমান সজিব, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা এস এম ফিরোজ আহমেদ, তিয়াস মাহমুদ শুভ, মোকসেদুল ইসলাম ইকবাল, সাইফুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email