ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির সেহেরির খাবার বিতরণ
প্রকাশিতঃ ৫:০৬ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২১
ওমর ফারুক তালুকদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. অনিক তালুকদার ভ্রাম্যমান ও দুস্থ রোজাদার মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়’র নির্দেশে ২২ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে হবিরবাড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান ও ছিন্নমুল মানুষের মাঝে ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. অনিক তালুকদার তার ব্যক্তিগত তহবিল থেকে রোজাদার ও অসহায় মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ করেন।
এসময় তার সাথে হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মো. অনিক তালুকদার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ও আমাদের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে ছিন্নমুল, অসহায় ও রোজাদার মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ করলাম। রমজান মাস জুরেই রোজাদার ও অসহায়দের মাঝে সেহেরির খাবার এবং ইফতার বিতরণ করা হবে।


