ভালুকায় মাস্ক না পড়ায় ২৬ ব্যাক্তিকে জরিমানা
প্রকাশিতঃ ১২:২৫ পূর্বাহ্ণ | জুন ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় ২৬জন পথচারীকে ১০হাজার ৩শত টাকা জরিমানা ও শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার পাঁচরাস্তার মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন এ জরিমানা আরোপ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন বলেন, করোনাভাইরাসের প্রকোপ যেমন বাড়ছে মানুষের মাঝেও মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। তাই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনগণকে কারোনাভইরাস মোকাবেলায় আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে মাইনউদ্দিন এ অভিযান চলমান থাকবে বলে জানান।



