ভালুকায় দখল হওয়া ৩০টি সরকারি খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন
প্রকাশিতঃ ৪:১৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২১
 নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র রক্ষা, কৃষি ফসলি জমিতে সেচসুবিদা নিশ্চিত ও বর্ষায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে অবৈধ ভাবে বেদখল হওয়া উপজেলার ৩০টি সরকারি খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভালুকা প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাপার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক এড. শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও  সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো ইনিষ্টিটিউট এর অধ্যক্ষ এ. আর. এম. শামছুর রহমান লিটন, প্রভাষক আফতাব উদ্দিন, হাজী নূরুল ইসলাম, এড. জহিরুল ইসলাম পলাশ, এড. শহিদুল ইসলাম, সমাজকর্মী মাহমুদা সুলতানা মুন্নি, দিপাবলীর দিপা প্রমুখ।
 সস্প্রতি উপজেলার হাজিরবাজার এলাকার সরকারি ধোপাজান খাল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা এক শিল্পপতির দুটি পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার দুঃখ প্রকাশ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, শিল্পপতি পা কাটার ঘটনার প্রায় মাসখানেক পার হয়ে গেলেও সরকারী ওই খাল উদ্ধারে সংশ্লিাদের কোন তৎপরতা চোখে পড়েনি। একজন শিল্প মালিকের পা কাটার মত এরকম ন্যাক্কারজনক ঘটনার পূণরাবৃত্তি না ঘটে তার জন্য এখনই প্রশাসনকে তৎপর হতে হবে।
উল্লেখ, অবৈধ ভাবে বেদখল হওয়া সরকারি খলগুলো হলো ধোপাজান খাল, আজিমতলা খাল, বাঘ সাঁতরা, খাল হাবনিয়া, ভালুকজানি, শিমুলিয়া নদী, মরা নদী, বেইত্যাসাঙ্গুন লাউতি, বিলাইজুড়ি খালসহ প্রায় ৩০টি খাল।


