|

ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

প্রকাশিতঃ ১০:৫৪ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২১

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাত ৮ টায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। আহত অবস্থায় বাসের অন্তত ২৮ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান, মহাসড়কে ট্রাকের বাম পাশের দুটি চাকা নষ্ট হয়ে যায়। এজন্য ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান।

Print Friendly, PDF & Email