|

ভালুকায় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন

প্রকাশিতঃ ৯:৩৭ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বৃক্ষ রোপন কর্মসূচি ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের উদ্যোগে রোববার সকালে উপজেলার কাঠালি এলাকায় প্রায় ২ শত ৫০টি ফুল, ফলজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়।

বৃক্ষ  রোপন কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় অন্যান্নদের মাঝে উপস্তিত ছিলেন এনআরবিসি ম্যানেজমেন্ট লিঃ এর সিইও মেজর এএইচএম শফিউল্লাহ মাস্তান (অবঃ), মো. শহিদুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. হাফিজ উর রশিদ প্রমূখ।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে এনআরবিসি ব্যাংক খাদ্য সামগ্রী বিতরণ, ৪৬জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ৪৬ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ১০ হাজার জন অসহায় মানুষকে ২ হাজার টাকা করে নগদ সহায়তা এবং ৪৬ জন অসহায় দুঃস্থ মানুষকে স্বাবলম্বী করতে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email