|

ভালুকায় কারেন্ট জাল ফেলে ফিসারি থেকে মাছ চুরির অভিযোগ

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় মাছের ফিসারি থেকে কারেন্ট জাল ফেলে মাছ চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। এ ঘটনায় ফিসারি মালিক ইমরান মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তরুন উদ্যোক্তা ইমরান মিয়া স্থানীয় কৃষকদের কাছ থেকে ৪০ একর জমি ভাড়া নিয়ে ভিবিন্ন প্রজাতারি মাছ চাষ করছিলো। ওই ফিসারিতে ভিবিন্ন সময় নানা রকম ভাবে বিরক্ত করে আসছিলো ওই এলাকার মৃত ইছব আলীর ছেলে আতিবর ও তার স্ত্রী শান্তা আক্তার। এর আগের কয়েকবার স্থানীয়রা মাছ চুরি নিয়ে শালিশ দরবার করেছে। ঘটনার দিন আতিবর মিয়া সংঘবদ্ধ ভাবে ফিসারিতে মাছ চুরি করতে আসলে পাহারাদার ফিরোজ মিয়া টের পেলে তারা চলে যায়। পরে মাছ চুরির জন্য আনা কারেন্ট জাল ফিসারি থেকে উত্তলন করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, মাছ চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থন পরিদর্শণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email