|

ভালুকায় কমিউনিটি পুলিশের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৪:৩৪ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ’ এই স্লোগানে ভালুকা কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

ভালুকা থানা পুলিশের আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে থানার হলরুমে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম, পরিদর্শক অপারেশন মোঃ সজীব,ভালুকা বি আর ডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সেকেন্ড অফিসার মোস্তফা রুবেল।
এ সময় ভালুকা মডেল থানা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email