|

ভালুকায় ফের গণটিকা দান শুরু

প্রকাশিতঃ ৫:০২ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলায় আবারও করোনাভাইরাসের গণটিকা প্রদান শুরু হয়েছে। শনিবার সকালে ওই গণটিকা দান শুরু হয়। সিনোফার্মের প্রথম ডোজ টিকা  শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা উপজেলায় ১২ হাজার ৮শত ৯৩জনকে শত টিকা দেওয়া হয়।

টিকা কেন্দ্র গুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। উপজেলার প্রত্যেকটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম হিরনের নেতৃত্বে সিনোফার্মের করোনার টিকার উদ্বোধন করেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী। এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিকের  জমিদাতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান খান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান কমিউনিটি ক্লিনিকের কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email