|

ভালুকায় পাঁচশত দুস্থ মানুষকে ফ্রী চিকিৎসা সেবা

প্রকাশিতঃ ৫:২২ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় গরীব, দুস্থ্য ও অসহায় প্রায় পাঁচশত মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিরাব হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা ডেওয়াতলী গ্রামে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ওই ফ্রী চিৎসাসেবা প্রদান।

স্থানীয় সমাজসেবক মরহুম আলহাজ্ব আ. হেলিম মন্ডল হলু’র ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাস্তবায়নে সহযোগীতা করেন হবিরবাড়ী জেনারেল হাসপাতাল।

পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও পাঁচজন স্বাস্থ্যসহকারীর সমন্বয়ে প্রায় পাঁচ শত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় নিউরো ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ সালাম আকন্দ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌমেন পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ বারী, গাইনী ডা. পম্পা বৈরাগী ও ডা. শুভঙ্কর চিকিৎসা সেবা প্রদান  করেন।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল, ব্যাবস্থাপনা পরিচালক এ.বি. সিদ্দিক সোহেল, পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান সোহাগ, সমাজ সেবক আলহাজ্ব শহিদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার দেলুয়ার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email