ভালুকায় জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ
প্রকাশিতঃ ১২:২৬ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভান্ডাব নামাপাড়াস্থ ইটভাটা মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল খালেক হাওলাদার।
অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নির্বা হী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আ. সবুর কামরুল, শামসুর রহমান শামসু, সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সরকার রোকন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তালুকদার, খসরুজ্জামান জি এস শরিফ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু প্রমুখ।
ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ জুয়েলের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে কর্মীসভায় অংশ গ্রহণ করেন।


