|

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এতিমদের মাঝে উন্নত খাবার বিতরণ

প্রকাশিতঃ ৮:১০ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মিলাদ, দোয়া মাহ্ফিল ও এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার নিজ অর্থায়নে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মুসলিম এতিমখানা মাদরাসায় এতিম শিশুদের মাঝে ওই খাবার বিতরণ করেন।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস এম হুমায়ুন কবির, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দার আলমগীর কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম বাবু, মো. রমজান মৃধা, এতিমখানা মাদরাসার বিভিন্ন শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email