|

ভালুকায় টিসিবি’র পণ্য নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৫:০৯ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। শনিবার (১৯মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকিউল বারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকগন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উপজেলার ১২হাজার ২০৪জন মানুষের মাঝে কম মূলে টিসিবির পণ্য বিতরণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ে একেক দিন উপজেলার ৬টি করে ষ্পটে ওই পণ্য বিক্রয় করা হবে। 

Print Friendly, PDF & Email