ভালুকায় শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য শিক্ষকদের সংবর্ধনা
প্রকাশিতঃ ৬:০৫ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে এবং এস.এস.সি ১৯৯২ ব্যাচের বন্ধু মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন জুয়েল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এস.এস.সি. ১৯৯২ ব্যাচের আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খন্দকার মোস্তাক আহমেদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ আনিছুর রহমান আনিস ও পলাশ সরকার।


