ভালুকায় মালিক প্রতিনিধির সাথে শিল্প পুলিশের মতবিনিময়
প্রকাশিতঃ ৪:৪০ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে শিল্প মালিক প্রতিনিধিদের সাথে বেতন-বোনাস সংক্রান্তে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শেফার্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ভালুকা কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইন্সপেক্টর মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার মো. মোকলেসুর রহমান। এসময় অন্যন্নদের মাঝে বক্তব্য রাখেন শেফার্ড টেক্সটাইলের ম্যানেজিং ডাইরেক্টর মি. ওসমান ওয়াং, ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ইন্সপেক্টর কাচা মিয়া, ইন্সপেক্টর তাজুল ইসলাম, ইন্সপেক্টর মফিজুল ইসলাম, কমপাইন্স অফিসার রায়হান উদ্দিন প্রমূখ।


