|

ভালুকা মডেল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন

প্রকাশিতঃ ৩:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সারা দেশের সাথে এক যুগে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০এপ্রিল) সকাল ১১ টার সময় ভালুকা মডেল থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মানুনসহ থানার এস আই, এ এস আই ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাধাকানাই প্রবরদস্তা এলাকার মৃত শহীদ মিয়ার স্ত্রী ভিক্ষুক খালেদা আক্তারকে একটি ঘর হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email