ভালুকায় ইসলামী ব্যাংক বাংলাদেশের ইফতার ও আলোচনা সভা
প্রকাশিতঃ ৪:২৭ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইফতার ও ‘সার্বজনীন কল্যাণে মাহে রমহান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভালুকা শাখা কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান বসির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ভালুকা শাখার ইনচার্জ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আব্দুল্লাহ আল বাকিউল বারী, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।



