ভালুকায় সাংসদ মনি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৬:০১ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ মাহে রমজান উপলক্ষে জাতীর পিতার পরিবার ও সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভালুকা বাজারে তাঁর রাজনৈতিক কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযাগী সংগঠনের নেতাকর্মীসহ ভালুকা বাজার ব্যবসায়ীদের নিয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গােলাম মােস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজলা আ’লীগর দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুখলেসুর রহমান, মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগর সভাপতি ইফতেখার আহম্মদ সুজনসহ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


