ভালুকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: পরিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবানে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে পৌরসভার বাসট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মনিরুজ্জাামান মামুনের আয়োজনে ওই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ পূর্বে সংক্ষিপ্তি আলোচনা সভায় মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন প্রমুখ।
যুবলীগ নেতা মনিরুজ্জাামান মামুন বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের মান্যবর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ভাই ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ¦ মইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহবানে আমারা ‘মানবিক যুবলীগ’ স্লোগানে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছি।’


