সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অদম্য’১০ ফাউন্ডেশনের ইফতার
প্রকাশিতঃ ৯:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: সুবিধাবঞ্চিত শিশুদের সাথে “অদম্য’১০ ফাউন্ডেশন” নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (সোমবার) ভালুকা উপজেলার পাড়াগাঁও এর নিশ্চামে “টোকাই উন্নয়ন সোসাইটি” তে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে হাবিব জিহাদী, মোবারক হোসেন মামুন, সাখাওয়াত হোসেন সুমন, এজাদুল ইসলাম রুপন, রোমান আহমেদ নকিব, নজরুল ইসলাম নাবিল, আবু নাঈম, হাসানুর রহমান হাসান, তন্ময় হাসান, তানজিম হাসান মাহির, শিব্বির আহমেদ ত্বকি, শিহাব আল হাসান, ইয়াসির আরাফাত, মিরাজ আহমেদ, মাসুমা সুলতানা মলি, সুচিত্রা রানী বর্মন, সুস্মিতা রানী বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অদম্য’১০ ফাউন্ডেশন ভালুকা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে স্বেচ্ছায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।



