দুই ভাইয়ের জমি এক ভাইয়ের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ
প্রকাশিতঃ ১:৫১ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২২
মোহাম্মদ ইজাজ সরকার, ভালুকার খবর:ময়মনসিংহের ভালুকায় বড় ভাই সুবোধ চন্দ্র মিত্র (৬৮), ছোট ভাই প্রমোদ কুমার মিত্র, তাদের পৈত্রিক সম্পত্তির জমি মেঝো ভাই বিবোধ চন্দ্র মিত্র(৬০)ও ভাতিজা বাপ্পি মিত্র(২৫) কর্তৃক জোরপূর্বক জমিদখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বড় ভাই। এছাড়াও গ্রাম্য শালিশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুবোধ চন্দ্র মিত্র জানান, অন্যায়ভাবে মেঝো ভাই বিবোধ মিত্র ও তার ছেলে বাপ্পি মিত্র তাদের পৈত্রিক সম্পত্তির ভোগদখলীয় জমি হতে ১২০ শতাংশের কাতে ৮০ শতাংশ জমি (খতিয়ানঃ১১, দাগ নংঃ ৪৬৪৩, ৪৬৬০, ৪৬৬২, ৪৬৬৬, ৪৭৭৩ সহ বিভিন্ন দাগ) জোরপূর্বক দখল করে নেন। এ ব্যাপারে স্থানীয় বিচার শালিশী বৈঠক অমান্য করে জমি জোড়পূর্বক দখল করে এবং আমাদের পাওনা সম্পত্তি চাইলে গেলে অকথ্য ভাষায় গাল মন্দ করে খুন ও জখমের হুমকি দেয়।
এ ব্যাপারে ছোট ভাই প্রমোদ কুমার মিত্র জানান, বিবোধ মিত্র এবং বাপ্পি মিত্র আমার ঘরে তালা দেয়। এছাড়াও অন্যায়ভাবে আমার পৈত্রিক জমিতে খুঁটি দিয়ে জবরদখল করেছে এবং ৫ টি বড় গাছ ও ফসল কেটে নিয়ে গেছে। তিনি আরো জানান ভাতিজা বাপ্পি মিত্র তার কিশোর গ্যাং নিয়ে হুমকি প্রদর্শন করেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জানান, জমিটা আমার জানামতে পৈত্রিক সূত্রে পাওয়া। এ ব্যাপারে স্থানীয়ভাবে মেঝো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিলেও গ্রাম্য শালিশের মাধ্যমে তা মীমাংসা করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ গ্রহণ করে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


