ভালুকায় সড়ক সংস্কারের দাবীতে বিক্ষোভ
প্রকাশিতঃ ৬:৩৮ অপরাহ্ণ | মে ১৩, ২০২২
আনোয়ার হোসেন, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়ী থেকে জামিরদিয়া আঞ্চলিক সড়কটির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কটি খালের মতো হয়ে থাকে। ড্রেনের অভাবে পানি নিষ্কাশন না হওয়ায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে বছরের পর বছর। ছাত্র-ছাত্রী ছাড়াও শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো লোকজনের চলাচল এ সড়কটি দিয়ে।
বেহাল দশার কারনে শুক্রবার জুম্মার নামাজ শেষে বৃষ্টিতে ভিজে কয়েক শতাধিক লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা কর্মসুচী প্রত্যাহার করে।


