ভালুকায় আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফারি দিবস পালন
প্রকাশিতঃ ৭:০৪ অপরাহ্ণ | মে ১৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফারি দিবস উপলক্ষে ভালুকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়ার কনসালটেন্ট ও মেডিকেল অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স ও মিডওয়াইফদের শুভেচ্ছা জানাচ্ছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি।’


