ভালুকায় মেশিনারিজ দোকানের গোডাউনে চুরি
প্রকাশিতঃ ৪:৩৮ অপরাহ্ণ | মে ২০, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় মেসার্স বিসমিল্লাহ মটরর্স নামের একটি মেশিনারিজ দোকানের গোডাউনে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনিাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পৌরসভার প্রশিকার মোড় নামক স্থানে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই মেশিনারিজ দোকানের গোডাউনের মালিক ভালুকা উপজেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা তাঁতীলীগের সদস্য এস. এইচ. ফরহাদ তার গোডাউনে তালাবদ্ধ করে রাতে ঘুমাতে যায়। সকালে স্থানীয় লোকজন গোডাউনের ঝাপের তালা ভাঙা দেখে খবর দেয়। পরে গোডাউনে গিয়ে দেখা যায় ২০টি ডিজেল ইঞ্জিল ও দুইটি জেনারেটরসহ প্রায় ৮লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মাফিক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।’


