|

ভালুকায় ‘খাইরুন নেসা আফছার’ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিতঃ ৩:৩২ অপরাহ্ণ | মে ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভিত বিশিষ্ট ‘শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা খাইরুন নেসা আফছার’ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। শনিবার সকালে ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ওই ভবন নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন মেসার্স জাহান এন্টারপ্রাইজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ভালুকা পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ূন কবির, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, মেসার্স জাহান এন্টারপ্রাইজের সত্তাধীকারী মো. মুনজুরুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email