ভালুকায় মাদরাসার সভাপতি আফতাব ও শ্রেষ্ঠ শিক্ষক আক্কাছকে সংবর্ধনা
প্রকাশিতঃ ৫:২৪ অপরাহ্ণ | মে ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার উদ্যােগ ওই প্রতিষ্ঠানর সভাপতি আফতাব বিন তমিজ ও জাতীয় শিক্ষাসপ্তাহ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মো. আক্কাছ আলীসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরোমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থত ছিলেন ৭ম বারের মতো নবনির্বাচিত সভাপতি আফতাব বিন তমিজ,মাদরাসার সুপার মাওলানা নাজমুল আলম,সহসভাপতি হুমায়ুন সরকার,অভিভাবক সদস্য মাঃ আক্তারুজ্জামান, শফিকুল ইসলাম নিরু,আনিছুর রহমান,মো আসাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. আক্কাছ আলী, মফিজুল ইসলাম, তহিমা আক্তার শেফালী, মেদিলা আদর্শ উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


