ভালুকায় সেলাই মেশিন বিতরণ
প্রকাশিতঃ ১০:০২ অপরাহ্ণ | মে ৩০, ২০২২
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় অসহায় – দুঃস্থ নারীদের স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
সোমবার ৩০ মে বিকাল ৪ টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নিজ দলীয় কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় ২০ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল ওয়াদুদ, প্রভাষক আ,ফ,ম আফজাল হোসেন, প্রভাষক ইব্রাহীম লোদী, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, আবু হানিফ, উপজেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রবির ভৌমিক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রানা উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, কাচিনা ইউনিয়ন যুবলীগের সদস্য আল মামুন আকন্দ,সাবেক কাচিনা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবদুল্লা আল তায়েব, ছাত্রলীগ নেতা মোতাসিম বিল্লাহ রাহাত, সৃজন সরকার, নিউটন, জনি তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


