ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা
প্রকাশিতঃ ২:১৮ অপরাহ্ণ | জুন ০২, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কাচিনা দক্ষিনপাড়া এলাকায়।
এ ঘটনায় মো. রফিকুল ইসলাম নামেন এক ভূক্তভোগী বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাচিনা মৌজার ১১১৫ নং দাগে ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ দিয়ে আদালতে মামলার পেক্ষিতে নিষেধাজ্ঞাও রয়েছে। এর জের হিসেবে স্থানীয় মিজানুর রহমান, উসমান গনি তোতা, মো. মোতালেব মিয়া, মাসুদ রানা, আলমগীর হোসেন, রুবেল মিয়া সংঘবদ্ধ ভাবে দা, ছুরা, লোহার সাবল, বাশের লাঠি ও দেশিয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলাম ও তার স্ত্রী-ছেলের উপর হামলা করে। এসময় রফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগমের গলায় থাকা ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে গাছ কেটে ও ভাংচুর করে বেশ কিছু টাকার ক্ষতিসাধন করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।’।#


