|

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরের সফলতা

প্রকাশিতঃ ৩:৫৮ অপরাহ্ণ | জুন ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: খারুয়ালীতে অজ্ঞাত যুবতির তাহমিনা আক্তারের লাশের পরিচয় তিন দিনের মধ্যে সনাক্ত, অজ্ঞাত নামা আসামি প্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা পত্র পেয়েছেন ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। সোমবার সকালে জেলা পুলিশ সম্মেলন কক্ষে সম্মাননা স্মরক ও সম্মাননা অর্থ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম সেবা)।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ইশ^রগঞ্জ উপজেলার বাল্লুকবের গ্রামের সেলিম মিয়ার মেয়ে গার্মেন্টস শ্রমীক তাহমিনা আক্তার একই এলাকার হাবিবুর রহমানের ছেলে গার্মেন্টস শ্রমীক শাহ আলম দিপুর প্রেমের টানে ভালুকায় চলে আসে। পরে দিপুকে বিয়ের জন্য চাপ দিলে এক পর্যায়ে তাহমিনাকে দিপু খুন করে নদির পাড়ে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে দিপুকে ঘটনার ৩দিন পরে নরসিংনদি জেলার মাধবপুর উপজেলা থেকে গ্রেফতার করি।

Print Friendly, PDF & Email