|

ভালুকায় ‘রুফটপ’ রেস্টোরেন্ট উদ্বোধন

প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ণ | জুন ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় সিক্স জোন রেস্টুরেন্ট নামে একটি রুফটপ রেস্টুরেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার পাঁচরাস্তার মোড় সংলগ্ন রায় মার্কেটের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।

রেস্টুরেন্টটি উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল হক মনি, বয়েজ ক্লাব সভাপতি এস এম গোলাপ, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন প্রমুখ।

উপজেলার মেদিলা গ্রামের ৪ বন্ধু উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল ইমরান সরকার, ব্যবসায়ী হাবিবুর এহসান অনিক, আরফান আলী পার্থীব, তাফাজ্জল হোসেন, মো. মিতুল তাদের দুই ছোটভাই তারিকুল ইসলাম তারেক ওই ব্যাতিক্রমি রেস্টোরেন্টটি প্রতিষ্ঠা করেন।

Print Friendly, PDF & Email