|

ভালুকায় প্রধানমন্ত্রী ও পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ন পোস্ট, থানায় অভিযোগ

প্রকাশিতঃ ৪:৫৮ অপরাহ্ণ | জুন ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ন পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির বাদি হয়ে ওই অভিযোগটি করেন। অভিযোগে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর পশ্চিমপাড়ার দুলালের ছেলে তৌহিদ ইসলামকে আসামী করা হয়েছে।

অভিযোগে জানা যায়, তৌহিদ ইসলাম নামক ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ন পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে, ওই পোস্টে বিভিন্নজন বিভিন্ন ধরণের বাজে মন্তব্য করেন। গত শুক্রবার (২৪জুন) রাতে বিষয়টি আলমগীর কবিরের নজরে আসে। এছাড়াও তৌহিদ ইসলাম ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেন। পরে, ওই ঘটনায় আলমগীর কবির গত শনিবার (২৫জুন) দুপুরে ভালুকা মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email