|

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা থানার কামাল হোসেন

প্রকাশিতঃ ১:৩২ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার অর্জন করাই তিনি জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হন।

সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও নগদ র্অথ তুলে দেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ‘আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিসহ ভালুকা মডেল থানার পুলিশের সদস্যের আন্তরিকতা, পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে।’

Print Friendly, PDF & Email