|

ভালুকায় প্রস্তাবিত ইকোপার্কের বিরুদ্ধে গণ-স্বাক্ষর

প্রকাশিতঃ ৬:০৮ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হবিরবাড়ী মধ্যপাড়া মাওরাচালা জামে মসজিদ, খিলবাড়ি পুকুরপাড় জামে মসজিদসহ প্রায় ১০ টি মসজিদে জুম্মা নামাজের পর মুসল্লিরা তাদের বাপ দাদার ভিটে মাটি রক্ষার্তে ওই গণ-স্বক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

স্থানীয় যুবক এমদাদুল হক খসরু বলেন, ‘আমার দাদা প্রায় ১শত বছর পূর্বে হবিরবাড়িতে বসবাস শুরু করে। আমার বাপ-দাদার কবর রয়েছে এখানে। আমরা এ ইকোপার্ক চাইনা।’

হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘ প্রস্তাবিত ইকোপার্কের জমিতে হাজার হাজার মানুষের বসবাস। তাদের সিএস, আরও আরও ও বিআরএস মাঠ পর্চাসহ রেকর্ডিও জমি রয়েছে। এতো মানুষের বসতি নষ্ট করে সাধারণ মানুষ ইকো পার্ক করা মনে হয় ঠিক হবেনা। তারচেয়ে বন বিভাগ যে জমি গুলোতে অংশিদারিত্বের ভিত্তিতে বনায়ন (পার্টিসিপেন্ট) ও গভীর শালবন রয়েছে সেসব জমিগুলো রক্ষায় জোড়ালো হতে পারে।’

Print Friendly, PDF & Email