ভালুকায় পৌর স্বেচ্ছাসেবকদলের তথ্য উপাত্ত সংগ্রহ ফরম বিতরণ শুরু
প্রকাশিতঃ ১০:৪৪ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২২
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওয়ার্ডের তথ্য উপাত্ত সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২জুলাই) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক কায়েস প্রমুখ।
ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের এই তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড, পৌর ও উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


