|

বন্ধুদের জন্য

প্রকাশিতঃ ১১:০৩ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২২

মোল্লা জালালঃ

বন্ধু কেন শুধু শুধুই
কর অভিমান
তুমি আমার জীবন মরন
পরানের পরান।
প্রেম-পীরিতির এইতো রীতি
মান অভিমান করে
বিরহের আগুনে পুড়ে
দেব দাসেরা মরে
পার্বতীদের কেউ বুঝেনা
দেয়না প্রতিদান।
প্রেমের ক্ষুধা বড়ই ক্ষুধা
বিরহে যা বাড়ে
সেই প্রেমের কারনে রাজা
রাজ সিংহাসন ছাড়ে
মমতাজকে অমর করে
প্রেমিক শাহজাহান।

লেখকঃ সবেক সভাপতি, বিএফইউজে।

Print Friendly, PDF & Email