|

ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ৪:৫৮ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরি ও জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরি ও জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভোলায় লোডশেডিং, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বিনা উসকানিতে গুলি চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। অবিলম্বে এই হত্যার বিচার দাবি করে বক্তারা আরও বলেন, সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ প্রবাসী কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন তালুকদার, সদস্য সাইফুল ইসলাম মানিক, সদস্য সোহাগ ফকির, পৌর যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি খায়রুল ইসলাম সহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email