|

জাতীয় শোক দিবস: দশ হাজার লোকের গণভোজ হবিরবাড়ি ইউনিয়ন আ‘লীগের

প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দশ হাজার লোকের গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই গণভোজ অনুষ্ঠিত হয়। হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর সার্বিক ব্যাবস্থাপনায় ওই গণভোজ অুনষ্ঠিত হয়।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. শতকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার প্রমুখ।

Print Friendly, PDF & Email