ভালুকায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
প্রকাশিতঃ ৮:১০ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ এর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভালুকা পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মাহিদ আল হাসান মৃদুল প্রমুখ। এসময় ভালুকা উপজেলা, পৌর এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও আশু রোগমুক্তি কামনায় এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


