|

ভালুকায় ২১ শে আগস্টে নিহত শহীদদের স্মরনে যুবলীগের মিলাদ, দোয়া ও গণভোজ

প্রকাশিতঃ ৬:৩২ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদের স্বরনে আলোচনা দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ওই সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপনের সভাপতিত্ব্ েও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

আলোচনা শেষে সকল শহিদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email