ভালুকায় বিএনপির প্রয়াত নেতা আবুল হাসেমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা
প্রকাশিতঃ ৬:৫২ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবুল হাসেমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ভালুকা উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহবায়ক র্যারিস্টার আবুল হোসেন প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় ভালুকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।


