|

ভালুকায় সারের দাম মনিটরিংয়ে মাঠে কৃষি কর্মকর্তারা

প্রকাশিতঃ ৭:০৫ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২২

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় কৃষকদের বেশি দামে সার কেনার অভিযোগে মাঠে নেমেছে উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান। তিনি রবিবার সকালে উপজেলার সদর ও হবিরবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি ডিলারের দোকান পরিদর্শণ করেন।

উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান জানান, আমি সরেজমিনে বেশ কয়েকটি ডিলারের দোকান পরিদর্শণ করেছি। স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি। ডিলারের দোকানে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কৃষক সঠিক মূল্যে সার কিনতে পারছেন। তবে কিছু সারের দোকানে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছি। তদন্ত মাফিক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email