ভালুকায় এক হাজার দুস্তদের মাঝে খাবার বিতরণ করলেন যুবলীগ নেতা সজীব
প্রকাশিতঃ ৯:৩৩ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের সকল শহিদদের স্মরণে ভালুকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও এক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরসভা ৯ নং ওয়ার্ড ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের আয়োজনে ওই খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. শওকত আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাদুদ পারভেজ, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাম মুন্সি, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এনামুল কবির খান, যুবলীগ নেতা রাসেল তালুকদার, বদরুল হাসান আরিফ, সাখাওয়াত হোসেন রাসেল, আজিজুল সরকারসহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



