ভালুকায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালী
প্রকাশিতঃ ১:১১ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২২
মো. আকাশ আহমেদ , ভালুকার খবর- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে এস.এম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারন সম্পাদক মনোনিত করায় আনন্দ র্যালী করেছে ভালুকা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভালুকা বাসস্ট্যান সংলগ্ম বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বেড় হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় আনন্দ র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আঃ রউফ, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান ইমন, নুর হোসেন সরকার, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক সৌমিক হাসান সোহাগ, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মোল্লা, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য লুতফর রহমান শফিক, মো. আলামিন, মো. রোমান সরকার, মো. রাজিব, মো. রনি আহাম্মেদ, মো. রবিন মন্ডল, হবিরবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা আবু রায়হায় মৃধা, ভালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক পাঠান প্রমূখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে এস.এম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারন সম্পাদক মনোনিত করায়
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


