|

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় কোরআন শরীফ ও খাবার বিতরণ

প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর:গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার কাঠালী ঈদগা মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের আয়োজনে চারশতাধীক শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ ও খাবার বিতরণ করা হয়।
কোরআন শরিফ ও খাবার বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, ধীতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান মোমেন, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল-আমিন মন্ডল, ভালুকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রাকিব, যুবলীগ নেতা মিনহাজ, সেলিম শেখ, আল আমিন রাজ, ডা. ফরিদ, মাজহারুল ইসলাম মিতুল প্রমুখ।

পরে প্রধানমন্ত্রীর সুস্থতা, দীর্ঘায়ু, রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনাসহ দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয় পরিচালনা করেন স্থানীয় দিদার মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মাজিদ ।

Print Friendly, PDF & Email